তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যাবস্থা শীর্ষক গোল টেবিল বৈঠক

ফরিদপুরে সাংবাদিকদের অংশগ্রহণে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে "তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা" শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
হেযবুত তওহীদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম নিক্কনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদ এর কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান।
এ সময় তিনি বলেন, একটি রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয় তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী মানবসৃষ্ট কোন মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা-ই সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে সক্ষম।
সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ এবং রাষ্ট্রের সকল আইন অবশ্যই আল্লাহর বিধানের আলোকে হতে হবে। জাতির মুক্তি এবং সকল প্রকার অন্যায়, অবিচার, দুর্নীতি ও অপরাজনীতি মুক্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আল্লাহর সার্বভৌমত্বের কোন বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে মানবজাতির বৃহত্তর কল্যাণে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম প্রমুখ।
Comments