নুরের ওপর এরকম হামলা কখনোই সমর্থনযোগ্য নয়: জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল। এই হামলার সাথে জড়িতদের তদন্ত করে বিচারের আওতায় আনার কথা বলেন তিনি।
আজ শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
হেলাল বলেন, একটি রাজনৈতিক দলের প্রধানের উপর এরকম হামলা এটা কখনোই সমর্থনযোগ্য নয়। এটা যদি এখন বন্ধ করা না হয়। এটা আগামী দিনে দেশের জন্য রাজনীতির জন্য অনেক বেশি ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি করবে। আমরা আশা করি সরকার এবং সংশ্লিষ্ট সকল মহল শক্তভাবে দেখবেন।
তিনি বলেন, আপনি আমি সকলে দেখেছি কি হচ্ছে। লাইভ ভিডিওতে আসছে এবং স্থিরচিত্রেও রয়েছে। আমরা আশা করছি পদক্ষেপে যদি ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে সংশ্লিষ্ট যারা আছেন তারা দেখবেন। আজকে সরকার এবং সরকারের সাথে যারা প্রশাসন আছেন তারা এইটার বিষয়ে পদক্ষেপ নেবেন। ভুল করে থাকলে জাতির সামনে যা করা দরকার সেটা আপনারা করবেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করেন জেলা ও মহানগর জামায়াত। এসম উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল আরও বলেন, আমরা আশা করি দেশের জনগণ মতামত পরিবর্তনের চিন্তা রাখেন। কারো কাছে তাদের মতামত বিক্রি করে দেয় নাই। মানুষের কল্যাণে নিঃস্বার্থ, দায়িত্বশীল, ত্যাগী এবং নিষ্ঠাবান নেতৃত্ব হিসেবে এখন আমাদের জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। আমরা আশা করি আগামী দিনে নতুন পরিবর্তনে মাধ্যমে জামায়াতকে বেচে নেবে।
তিনি বলেন, পিআর পদ্ধতির ব্যাপারে আমরা আমাদের কথা বলেছি যুক্তি তুলে ধরেছি। সারা দেশে আলাপ আলোচনা চলছে। জনগণের কাছে এটা নতুন হতে পারে। কিন্তু এটা অনেক পুরনো ভাবি আলাপ আলোচনা হয়েছে। অনেক রাজনৈতিক দলই এটা পছন্দ করে। এটা মেনে নেওয়ার মতো সময় এবং এর আঙ্গিকে রাষ্ট্র নির্বাচন আয়োজন করার মত সময় আছে। আমরা আশা করি মেনে নেবেন।
Comments