ব্রাহ্মণবাড়িয়ায় পত্রিকার কাগজে প্যাকেজিং করে কেক বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা

পত্রিকার কাগজে প্যাকেজিং করে বিক্রি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক বেকারীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে শহরের কাউতুলি এলাকার প্রিন্স বেকারিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, প্রিন্স বেকারিতে অভিযান পরিচালনা কালে দেখা যায় প্রতিষ্ঠানটিতে খবরের কাগজে প্যাকেজিং করে কেক বিক্রি করা হচ্ছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি ও মিষ্টির উৎপাদন তারিখ ও মেয়াদও লেখা ছিল না। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রিন্স বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা ও সকল বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও কাউতুলির কাঁচাবাজারে ক্রয় বিক্রয় ভাউচার ও মূল্যতালিকা না থাকায় ৩ টি প্রতিষ্ঠানকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়।
Comments