বরিশালে আপন ভাইয়ের চোখ উঠিয়ে বাবার হাতে তুলে দিয়েছে অপর দুই ভাই

সম্পদের ভাগবাটোয়ারা ও বিরোধের জেরে আপন ভাইয়ের চোখ উঠিয়ে বাবার হাতে তুলে দিয়েছে অপর ২ ভাই। এমন ভংয়কর ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো এলাকাজুড়ে। যদিও অভিযোগ অস্বিকার করে উল্টো আহত ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন অভিযুক্ত ২ ভাই। পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।
গত শুক্রবার (২২আগস্ট) রাত ১১টার দিকে বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে বাবা আশেদ ব্যাপারীর বাড়িতে আসেন ছেলে রিপন বেপারী। এরপর গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরৎ চায় বাবার কাছে। এ সময় বাবা আশেদ ব্যাপারীর সামনেই মেজ ছেলে রোকন ব্যাপারী ও ছোট ছেলে স্বপন ব্যাপারী মিলে সেজ ছেলে রিপন ব্যাপারীর দুই চোখ উৎপাটন করে। এ সময় মারধরও করা হয় তাকে। ঘটনার পর স্থানীয় লোকজন আহত রিপনকে উদ্ধার করে প্রথমে গৌরনদীর আশোকাঠি হাসপাতালে ও পরে শনিবার (২৩ আগস্ট) বিকেলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
দাদা ও চাচাদের প্রতি ক্ষুব্ধ আহতের ছেলের প্রতিক্রিয়ায় উতপ্ত হাসপাতাল। বরিশাল শের ই বাংলা মেডিকেলের বেডে চিকিৎসাধীন অবস্থায় ২ চোখ হারিয়ে দিশেহারা সিরাজুল ইসলাম রিপন ব্যাপারী। এমন হৃদয় বিদারক ঘটনা অনেকেই মেনে নিতে পারছে না।
রিপন ব্যাপারীর দাবি, ঢাকায় মাদক ব্যবসার পাশাপাশি স্বর্ণ এবং বৈদেশীক মুদ্রার ব্যবসা করতেন তিনি। লাভের ৩৫ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার দিয়েছিলেন বাবাকে। এই সম্পদকে পুজি করে শেষ বয়সে বাড়ি থাকতে চেয়েছিল তিনি। তবে বাবা ও ভাইয়ের লোভের শিকার হতে হয়েছে। সম্পদের পাশাপাশি হারাতে হয়েছে দু'চোখ। পরিবারের দাবি অপরাধ করলে আইনের হাতে সোপর্দ করা যেতো। দাবি জানান সুষ্ঠ বিচারের।
তবে অভিযোগ মানতে নারাজ রিপনের বাবা আশেদ ব্যাপারী ও ভাইয়েরা। তারা জানান, রিপন বিভিন্ন অপরাধের সাথে জড়িত। শুক্রবার বাড়ি এসে পেট্রোল দিয়ে পুরো বাড়ীতে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করে রিপন। এতে বাধা দিলে রিপন তার ২ ভাইকে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে আসে। এরপর কে বা কারা রিপনের চোখ তুলেছে সে বিষয়ে কিছুই জানেন না তারা। ২ ভাই আহত হয়েছে দাবি করে ভর্তি হয়েছে হাসপাতালে।
মুলাদী থানার উপ পরিদর্শক মাসুদ জানিয়েছে, পারিবারিক দ্বন্ধের জেরে এমন ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
পুলিশের তথ্য মতে, আহত রিপনের বিরুদ্ধে ঢাকা ও মুলাদী থানায় চুরি ও ছিনতাই সহ নানা অপরাধে কমপক্ষে ৮ থেকে ১০ টি মামলা রয়েছে।
Comments