'চা পান করতে করতে নদীতে হারিয়ে গেলেন কার্গোর লস্কর!'

সহকর্মীদের সঙ্গে বসে চা পান করছিলেন রাব্বি। হঠাৎ অসাবধানতাবশত বাল্কহেড (পণ্য পরিবহনের বড় নৌযান/কার্গো ভেসেল) থেকে পড়ে যান পশুর নদীতে। তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি তাকে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মোংলা বন্দরের জেটির বিপরীতে এ ঘটনা ঘটে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের ৫ নম্বর জেটির বিপরীতে পশুর নদীতে থাকা এমভি শোভা নামের বাল্কহেডের (কার্গো ভেসেল) লস্কর রমজান হোসেন রাব্বি (২০) সহকর্মীদের সঙ্গে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে কোস্ট গার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও নৌপুলিশ যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে।
নিখোঁজ রাব্বির বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায়।
বাল্কহেড এমভি শোভার মাস্টার মুজ্জাফর মোল্লা জানান, শনিবার ভোরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে জিপসাম (এক ধরনের খনিজ, সিমেন্ট ও সার তৈরিতে ব্যবহৃত হয়) বোঝাই করে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। কিছুক্ষণ পর রাব্বি চা হাতে সহকর্মীদের সঙ্গে কার্গোর একটি পাশে বসেন। তখনই অসাবধানতাবশত নদীতে পড়ে যান। সাঁতার না জানার কারণে মুহূর্তেই তলিয়ে যান তিনি।
এ ঘটনায় এখনো নদীতে তল্লাশি চলছে।
Comments