রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা আলোচনায় শিক্ষক-শিক্ষার্থীর বৈঠক

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাতিল হওয়া পোষ্য কোটা ফেরানোর দাবিতে সারাদিন ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি সব ধরনের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রেখেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। গতকালও দুপুর ১টা পর্যন্ত ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।
শিক্ষক-কর্মকর্তাদের এমন কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা। তার এই ডাকে একাত্মতা জানিয়েছেন অনেকে সাধারন শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকাল ১১টায় প্যারিস রোডে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে বক্তরা বলেন যে পোষ্য কোটা বাতিল হয়েছে তা ফিরিয়ে আনার সুযোগ নাই। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, তাদের দাবি মেনে নেওয়ার দাবি জানান।
এর ফলে পোষ্য কোটা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন মুখোমুখি অবস্থানে শিক্ষক ও শিক্ষার্থীরা। কিছু শিক্ষার্থী বলেন এধরনের কর্মকাণ্ডের ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা সহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তারা অতি সত্বর এই সমস্যার অবশান চান।
Comments