গোপালগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভা

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর এ সভার আয়োজন করে।
আজ সোমবার (১৮ আগষ্ট) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে মুকসুদপুর ও মেডিকেল অফিসার ডাঃ দ্বীপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, ইমাম এবং উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন জানান, ১২ অক্টোবর থেকে এক মাসব্যাপী ৯ মাস বয়স থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ১৮ কার্য দিবস টাইফয়েড ভ্যাকসিনের টিকা দেওয়া হবে। এতে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮ দিন কমিউনিটিতে এ টিকা দেওয়া হবে। টিকা নেয়ার পূর্বে সকলকে জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে।
Comments