রাজশাহী হাই-টেক পার্কে বিনিয়োগ করছে ইলন মাস্কের স্টারলিংক

আজ সোমবার (১৮ আগস্ট) সরজমিনে রাজশাহী হাই-টেক পার্কে গিয়ে জানা যায়,মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক ৪০ বছরের জন্য এক একর জমি ইজারা নিয়েছে।এজন্য কোম্পানিটি প্রতি বর্গমিটার বছরে ২ ডলার হারে ভাড়া ও সার্ভিস চার্জ দিবে।
১২ তলা বিশিষ্ট সিলিকন টাওয়ার রাজশাহী হাই-টেক পার্কে বরাদ্দযোগ্য মোট রেডি স্পেস আছে ৮৪,৬৬১ বর্গফুট। হাই-টেক পার্কে দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বল্লে, তিনি বলেন স্টারলিংক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে, বাংলাদেশ বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেড।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহারুখ ইসলাম জানান, স্টারলিংক রাজশাহী হাই-টেক পার্কে যে অপারেটিভ কার্যক্রম শুরু করতে চায় তার পাঁচ ভাগের এক ভাগও এখনো শুরু হয়নি। এখন পর্যন্ত মাত্র ১০ টি অ্যান্টেনা বসানো হয়েছে,আরো ৩০ টি অ্যান্টেনা বসানো হবে।
তিনি আরো জানান গত এপ্রিলে প্লট বরাদ্দ পাওয়ার পর জুলাই পর্যন্ত সময় লেগেছে গ্রাউন্ড স্টেশন নির্মাণে।ইতিমধ্যে গ্রাউন্ড স্টেশন নির্মান সম্পন্ন হয়েছে।এই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে স্টারলিংক সারাদেশে তাদের নেটওয়ার্কিং সেবা প্রদান করবে।
রাজশাহী হাই-টেক পার্কের তথ্য অনুযায়ী, নগরীর কোর্ট এলাকায়, পদ্মা নদীর তীরে প্রায় ৩১ একর জমির উপর ৩৪৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত হয়েছে রাজশাহী হাই-টেক পার্ক। ২০২৪ সালে ৩০ জুন হাই-টেক পার্ক রাজশাহী স্থাপন প্রকল্প এর মেয়াদ শেষ হয় এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কতৃপক্ষ পার্কটির দায়িত্ব গ্রহন করে।
বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্বেও রাজশাহী হাই-টেক পার্ক স্থানীয় তরুনদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিনিয়োগকারীরা।
Comments