বরিশালে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের বিক্ষোভ, আহত ৩

বরিশাল শেবাচিম হাসপাতালসহ স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনে হামলার ঘটনায় বিচার দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ৩ জন আহত হয়েছে। নিরাপত্তা নিশ্চিততের দাবীতে কর্মবিরতির আল্টিমেটাম দিয়েছে শেবাচিম হাসপাতালের চিকিৎসক কর্মচারীরা।
রোববার (১৭ আগস্ট) দুপুর ১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলন। মিছিলটি শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে অবস্থান নেয়। এসময় তারা শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার বিচার দাবীতে স্লোগান দেয়।
পরে বিচারের আল্টিমেটাম দিয়ে ফিরে যাওয়ার সময় উস্কানি দেয়ার অভিযোগে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হয়।
এদিকে হাসপাতালের চিকিৎসক ও কর্মী আহত হওয়ার প্রতিবাদে ঘটনার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবীতে আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে চিকিৎসক কর্মচারীরা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা মশিউল মুনীর জানান, সেবা কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে, আগামীকাল এই বিষয়ে সভা ডাকা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইমদাদুল হোসেন জানান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। গত বৃহস্পতিবার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সংস্কার আন্দোলনে অনশরকারীদের উপর হামলা করা হয় বলে দাবী করেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, গত ২১ দিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী।
Comments