উল্লাপাড়ায় ট্রাক ভাড়া চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার হামলায় আহত ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের আরএস বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ নেতা ও তাঁর সহযোগীদের হামলায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ট্রাকচালক রাসেল মিয়া (৩৫), হেলপার শাকিল (২০) ও ফিরোজ উদ্দিন (২৩)। ফিরোজের অবস্থা আশঙ্কা জনক হওয়া বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনদিন আগ শিবপুর গ্রামের বাসিন্দা ট্রাকচালক রাসেল মিয়া আওয়ামী লীগ নেতা ও সাবেক ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেনের দোকানের মালামাল পরিবহন করেছিলেন। তিন দিন আগে পণ্য পৌঁছে দেওয়ার পরও ভাড়া না পাওয়ায় রাসেল বৃহস্পতিবার রাতে বাসস্ট্যান্ডে গিয়ে ভাড়া চাইলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আজাদ হোসেনর নেতৃত্বে , পৌর যুবলীগ নেতা মনোয়ার হোসেন ও জাফর সহ কয়েকজন মিলে রাসেল, শাকিল ও ফিরোজকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তাদের আঘাত করে। এ ঘটনায় ফিরোজের অবস্থা আশঙ্কা জনক।
আহত রাসেল মিয়া বলেন, ভাড়া চাইতেই আমাদের পরিকল্পিতভাবে মারধর করা হয়। এর আগেও আজাদ হোসেন গ্রামে নারী সংক্রান্ত ঘটনায় জনতার হাতে আটক হয়েছিলেন, সেই ঘটনায় আমরা কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। সেই ঘটনার প্রতিশোধ নিতে এই হামলা করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Comments