সম্মেলন থেকে সংবাদকর্মীদের বের করে দিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক

"এই ক্যামেরা নামান, এখানে সাংবাদিক লাগবে না। দয়া কইরা, বের হয়ে যান। যদি কোনো সাংবাদিক সাংগঠনিক থেকে থাকেন তিনি থাকবেন- এমন মন্তব্য করেছেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে। স্বরূপকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে নেতৃবৃন্দের বক্তব্য শেষে বেলা ৩টা ১১ মিনিটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়।
ভোট চলাকালে লাইনের ভেতর কিছুটা হট্টগোল দেখা দিলে সেখানে উপস্থিত সাংবাদিকরা ক্যামেরা তুলে ঘটনাটি ধারণ করতে শুরু করেন। এসময় অধ্যক্ষ আলমগীর হোসেন ওই মন্তব্য করেন, যা ভিডিও আকারে সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে।
তার বক্তব্যের পরপরই উপস্থিত কিছু স্থানীয় অংঙ্গ সংগঠনের নেতা সংবাদকর্মী মো. সুমন হোসেনকে ধরে সম্মেলনস্থল থেকে বের করে দেন। সুমন বলেন, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন মাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের সম্মেলন থেকে বের হয়ে যেতে বলে এবং সাথে সাথে আমাকে বের করে দেয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে আসা নেছারাবাদ উপজেলার কর্মরত সংবাদকর্মীগণ সম্মেলনস্থল ত্যাগ করেন। একাধিক প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী জানান, এভাবে মাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের সভা থেকে বের হয়ে যেতে বলাটা ঠিক হয়নি। এটার আমরা নিন্দা জানাই।
নেছারাবাদ প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, "সাংবাদিকরা ছবি বা ভিডিও করলে যদি কোনো সমস্যা থাকে, তা অনুরোধ করে ভদ্রভাবে বলা যেত। কিন্তু তিনি এভাবে বলে থাকলে, তা সাংবাদিকদের প্রতি অসদাচরণের শামিল।"
Comments