বৈষম্যের প্রতিবাদে কিন্ডারগার্টেনের কঠোর কর্মসূচির হুমকি

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখা। সোমবার দুপুরে জেলা শহরে লিটিল ফ্লাওয়ার স্কুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ সুলতান মাহমুদ। প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা কিন্ডারগার্টেন সোসাইটি সভাপতি অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব।
লিখিত বক্তব্যে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাই ২০২৫ তারিখের পরিপত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সুযোগ দেওয়া হলেও কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে। যা বৈষম্যমূলক এবং জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী। তারা জানান, পূর্বে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী ও বৃত্তি পরীক্ষায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়—এটি একটি শিশুর আত্মবিশ্বাস ও সামাজিক স্বীকৃতির প্রতীক। বিদ্যালয়ের ধরণ ভিন্ন হওয়ার কারণে শিক্ষার্থীদের বঞ্চিত করা হলে তা মানসিকভাবে আঘাত করবে এবং সমতার নীতি ক্ষুণ্ণ হবে।
সংবাদ সম্মেলনে আগামী ২০ আগস্টের মধ্যে পরিপত্র বাতিল করে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়িত না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও এবং 'মার্চ ফর ঢাকা'সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
এ সময় অন্যান্য উপস্থিত জেলা ও উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন সোসাইটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালক ও শিক্ষকবৃন্দ। এ ছাড়া সংবাদ সম্মেলনে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল।
Comments