'দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে তাদের কোন পরিকল্পনা ছিল না'

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দক্ষিণাঞ্চলের যত উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ সরকারি অফিস আদালত যত কিছুই হয়েছে তা বিএনপি সরকার থাকাকালীন সময়ই হয়েছে। এর পরবর্তী সময়ে আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে তাদের কোন পরিকল্পনা ছিল না। যার কারনে আজ এই দাবিগুলো নিয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়েছে।
তিনি বলেন, বরিশালের উন্নয়নে আমরা সকল জেলার সাথে যোগাযোগ করব আরো কোন উন্নয়নের দরকার হলে সেগুলো আমরা লিপিবদ্ধ করব। ইতিমধ্যে আমরা বিভাগীয় সমিতি এবং বরিশাল জেলা সমিতি ঢাকায় আলোচনা করেছি বিভাগ উন্নয়ন পরিষদের সাথে একটি আলোচনা হবে আরো কোন সমস্যা আছে কিনা সেগুলো দেখে সবাইকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে মানুষের উন্নয়নের জন্য কাজ করব।
ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণ, ঢাকা–বরিশাল নিয়মিত বিমান চলাচল, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রেললাইন সংযোগ, বরিশালের স্বাস্থ্যসেবার উন্নয়ন সহ ২৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, গণসংহতি আন্দোলনের বরিশালের সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীল, গণফোরাম সভাপতি হিরণ কুমার দাস মিঠু, এডভোকেট হাফিজ আহমেদ বাবলু সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দরা অংশ নেন।
দাবিগুলো হল :
১। বরিশাল সিটির বাইপাস সহ ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ছয় লেনের মহাসড়ক নির্মাণ।
২। ঢাকা-বরিশাল ডুয়েল গেজ রেল লাইন স্থাপন।
৩। বরিশাল-ভোলা সেতু নির্মাণ।
৪। ভোলার শাহবাজপুরের গ্যাস বরিশাল বিভাগের সর্বত্র সরবরাহ করা।
৫। বরিশাল বিভাগে একটি আধুনিক স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ।
৬। বরিশাল বিভাগে একটি ইপিজেড নির্মাণ।
৭। বরিশাল পোর্ট রোডস্থ মৎস্য প্রক্রিয়াজাতকরণ জোন সংস্কার ও উন্নয়ন।
৮ । পাথরঘাটা মৎস্য প্রক্রিয়াজাতকরণ জোন সংস্কার ও উন্নয়ন।
৯। বরিশাল বিমানবন্দর কে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরকরণ।
১০। কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তকরণ।
১১। বরিশাল বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা।
১২। বরিশাল বিভাগে কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপন করা।
১৩। বরিশাল বিভাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা।
১৪। বরিশাল বিভাগে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপন করা।
১৫। বরিশাল বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ।
১৬। বরিশাল শহরের খাল সমূহ পুনরুদ্ধার, খনন, সংস্কার ও দখলমুক্ত রাখা। ১৭। বরিশাল বিভাগীয় শহরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প স্থাপন করা।
১৮। দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নের স্বার্থে-
ক) বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের শয্যা সংখ্যা ও প্রয়োজনীয় জনবল ১০০০ এ উন্নীতকরণ। বরিশাল জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা ২৫০ এ উন্নীতকরণ।
খ) বরিশাল জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা ২৫০ এ উন্নীতকরণ।
গ) বরিশাল বিভাগীয় শিশু হাসপাতাল অবিলম্বে চালুকরণ।
১৯। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের স্বার্থে কীর্তনখোলা নদীতে ডিসিঘাট, ফেরিঘাট সচল করা।
২০। বাকেরগঞ্জ বাউফল এর যোগাযোগ উন্নয়নে কারখানা, গোমা নদীর সেতু ও বগা সেতু নির্মাণ করা।
২১ । বরিশাল সদর এর সাথে বাকেরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের স্বার্থে নেহালগঞ্জ সেতু ও গোমা সেতুর কাজ সমাপ্তি করে চালু করা।
২২। বরিশাল শহরে পানীয় জল বিশুদ্ধকরণ ও বিতরণ প্রকল্প চালু করা।
২৩। স্বরূপকাঠী পেয়ারা বাগান কে কেন্দ্র করে একটি ফল প্রক্রিয়াজতকরণ শিল্পে গড়ে তোলা।
২৪। ডেফুলিয়ায় খাসজমিতে বরিশাল বিশ্ববিদ্যালয় এর বর্ধিত ক্যাম্পাস নির্মাণ করা।
২৫। 'ইলিশের বাড়ি বরিশাল' জনগুরন্তপূর্ণ প্রকল্প গ্রহণ করা এবং খেয়ারচর হিজলাকে ইলিশের অভয়ারণ্য ঘোষণা করা।
২৬। বরিশাল সদর উপজেলার ৪নং সায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠী খেয়াঘাট দক্ষিণ পানবাড়িয়া এই সড়কটি দ্রুত পাকাকরণ।
২৭। বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট চালু।
মানববন্ধনে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, ২৭ দফা দাবি বাস্তবায়ন সহ বরিশাল বিভাগের উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ নেয়ার দাবি জানান। তারা বলেন দীর্ঘদিন ধরে এই দক্ষিণাঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত এবং অবহেলিত।
যার কারণে এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে জনমানুষের। দাবীয়া দেয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
Comments