স্বাস্থ্য উপদেষ্টা না আসায় লাগাতার বরিশাল ব্লকেড কর্মসূচির ঘোষণা

স্বাস্থ্য উপদেষ্টা বরিশাল শেবাচিম হাসপাতাল পরিদর্শনে না আসায় লাগাতার বরিশাল ব্লকেড কর্মসূচির ঘোষণা করেছে ছাত্রজনতা। বরিশাল সহ সারা দেশে স্বাস্থ্যখাতের সংস্কারে ৩ দফা দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষেও সোমবার (১১ আগস্ট) বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে সাড়ে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সংগঠক মহিউদ্দিন রনি।
এর আগে সাড়ে ৫ ঘণ্টা একই মহাসড়ক অবরোধ শেষে রোববার বিকালে স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ছাত্রজনতা।
সেই আলটিমেটামে বলা হয়- নির্ধারিত সময়ের মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টাকে এসে তদন্ত শেষে সংস্কারের সুস্পস্ট আশ্বাস প্রদানের দাবি জানানো হয়েছিল।
আজ সোমবার বিকালের সংবাদ সম্মেলনে আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। তারপর সবশেষ রোববার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছিলাম বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টাকে স্বশরীরে আসার জন্য। অনিয়ম দুর্নীতির তদন্ত শেষে তিন দফা দাবির স্বপক্ষে সুস্পস্ট আশ্বাস প্রদানের দাবি জানিয়েছিলাম। কিন্তু আল্টিমেটামের সময় শেষ হলেও তিনি বরিশাল আসেনি, তাই দাবি আদায়ে আমরা লাগাতার বরিশাল ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছি।
মহিউদ্দিন আরও বলেন, বরিশালবাসীর আর্তনাদ এখনো মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক এখনো নড়ে না। যদি শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ওপর দুর্নীতি, ভোগান্তি, অবহেলা চলতে থাকে, তাহলে এ আন্দোলন আরও কঠোর হবে।
এর আগে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ ৩ দফা দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশালের ছাত্রজনতা। সোমবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটামির্নাল নথুল্লাবাদের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে অনেকটাই দুর্ভোগে পারেন যাত্রীরা।
Comments