স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ ৩ দফা দাবি

স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ ৩ দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়কে সাড়ে ৫ ঘণ্টা অবরোধ শেষে স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বরিশালের ছাত্রজনতা।
রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটামির্নাল নথুল্লাবাদের সামনের মহাসড়কে অবরোধ করে তারা। এরপর তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশাল শেবাচিম হাসপাতালের দুর্নীতি-অনিয়ম নিয়ে তদন্ত শেষে তার পক্ষ থেকে তিন দফা দাবির স্বপক্ষে সুস্পস্ট আশ্বাসের দাবি জানায়।
এর আগে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেন ইসলামী আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। অবরোধের প্রভাবে ঢাকাসহ সারাদেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের ৬ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। হাজার হাজার যাত্রী বাসে আটকে চরম দুর্ভোগে পরেন।
মহাসড়ক অবরোধের কারণে রাজধানী ঢাকার সঙ্গে বরিশালের কিছু অংশসহ পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটার সবরকম যানবাহন চলাচল রয়েছে বন্ধ হয়ে যায়।
শেষ বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠক মহিউদ্দিন রনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টাকে স্বশরীরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে এসে অনিয়ম দুর্নীতির তদন্ত করে দ্রুত সংস্কারে সুস্পস্ট আশ্বাস দিতে হবে। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আন্দোলন কারীরা।
এর আগে গত ১৫ দিন ধরে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার তিন দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এই দাবিতে গত শনিবার ছাত্রজনতা ও বাসশ্রমিকরা মুখোমুখি অবস্থানে গেলে ছাত্রজনতা আড়াই ঘণ্টা ও বাসশ্রমিকরা দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। এছাড়া শুক্রবার সাত ঘণ্টা, বৃহস্পতিবার আড়াই ঘণ্টা নথুল্লাবাদ বাসটার্মিনালের সামনের মহাসড়ক অবরোধ করে ছাত্রজনতা।
Comments