বরিশাল বিভাগের ২১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছে দলটি নেতৃবৃন্দ।
আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে বরিশাল প্রেসক্লাব হল রুমে সংবাদ সম্মেলন করে প্রার্থী ঘোষনা করা হয়।
আগামী বছর ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষনাকে তারা স্বাগত জানান। তবে নির্বাচনের আগে সংস্কার, বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সম্প্রতি প্রকাশিত জুলাই ঘোষনাপত্রে সংশোধন করারও দাবি জানায় দলটি নেতৃবৃন্দ।
আগামী বছরের ফেব্রুয়ারী' মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট মাস পুরনায় ব্যক্ত করায় অন্তবর্তীকালীন সরকার প্রধানকে অভিনন্দন জানান তারা। এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে বেশ কিছু দাবি তুলে ধরেন।
পরে বরিশালে বিভাগের ২১ টি আসনে নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। এবং তাদের পরিচয় করিয়ে দেন। এসময় খেলাফত মজলিস, নায়েবে আমীর অধ্যাপক মোঃ সিরাজুল হক, যুগ্ম মহাসচিব মো. মুনতাসির আলী সহ বরিশাল জেলা ও বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
Comments