ফরিদপুরে ঢাকঢোলের তালে তিন গ্রামের হামলার হুংকার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে উত্তেজনা তুঙ্গে! সুকনী, বিদ্যানন্দী ও নোয়াকান্দা গ্রামের বাসিন্দারা ঢাল, সড়কি ও দেশীয় অস্ত্র হাতে ঢাকঢোল বাজিয়ে সুয়াদী গ্রামে হামলার মহড়া দিয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে এই রণসজ্জার দৃশ্য দেখা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার (৯ আগস্ট) এই তিন গ্রামের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে।
এই হট্টগোলের সূত্রপাত বৃহস্পতিবার বিদ্যানন্দী মাঠে সুয়াদী ও সুকনী গ্রামের মধ্যে ফুটবল ম্যাচে এক অপ্রীতিকর ঘটনা। এর জের ধরে তিন গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে সুয়াদী গ্রামে হামলার পরিকল্পনা করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, "আমরা নির্ভরযোগ্য সূত্রে জেনেছি, আজ শনিবার (৯ আগস্ট) তারা সুয়াদী গ্রামে হামলার জরুরি প্রস্তুতি নিচ্ছে। গতকাল তারা সুয়াদী গ্রামের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনো থামেনি। আজকের সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আমরা কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছি।"
স্থানীয়দের মতে, ঢাকঢোলের তালে এই মহড়া এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে তৎপরতা বাড়িয়েছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তবে আজ শনিবার (৯ আগস্ট) যেকোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Comments