চাঁদপুরের মতলবে শতবছরের পুরনো রাস্তায় প্রতিবন্ধকতা, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার

চাঁদপুরের মতলব দক্ষিণে শত বছরের পুরানো চলাচলের রাস্তায় মসজিদ সম্প্রসারণ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভোগান্তিতে পড়ার অভিযোগ করেছেন অর্ধশতাধিক পরিবার। ভুক্তভোগীরা বলছে, রাস্তায় প্রতিবন্ধকতার বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এতে মানহানী হয়েছে দাবী করে এর প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা জাকির হোসেন।
৮ আগষ্ট শুক্রবার চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসী এই প্রতিবাদ সমাবেশ করে।
এলাকার মুসল্লী ও এলাকাবাসীর মধ্যে নাসির উদ্দিন প্রধান,শিপন প্রধান, জাহিদ পারভেজ,নবীর হোসেনসহ অন্যরা বলেন, চরমুকুন্দী জামে মসজিদের জায়গা ও অর্ধশতাধিক পরিবারের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা থেকে প্রতিকার চাচ্ছেন চাঁদপুরের মতলব দক্ষিণের এই এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। রাস্তাটি শত বছরের পুরানো। এখন মসজিদ সম্প্রসারণকে ঘিরে এই ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনকে জড়িয়ে নানা প্রোপাগোন্ডা ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র। যা অন্যায় এবং এর একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন।
একই এলাকার মোজাম্মেল হক প্রধান,মেজবাহ উদ্দিন প্রধান,আব্দুর রশিদ জগলু প্রধান,বাদশা প্রধানসহ এলাকাবাসী বলেন, দ্রুত মসজিদ কমিটি ও মসজিদের জমি দাতারা জমি সংক্রান্ত চলমান বিরোধ কাটিয়ে উঠবে বলে আমরা এলাকাবাসী প্রত্যাশা করছি। তবে এরজন্য প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান বলেন, ধর্মীয় বিষয় পূঁজি করে ষড়যন্ত্রমুলকভাবে মানহানি করা হচ্ছে আমাকে। আমি প্রশাসনের নিকট এর তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।
এ ঘটনায় প্রতিপক্ষরা কেউ বক্তব্য দিতে রাজি হননি।
Comments