বরিশালে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে জুলাই গনঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়।
বরিশাল জেলা পরিষদের বাস্তবায়নে দেয়ালচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার৷ এরপর জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা দেয়ালচিত্র ঘুরে দেখেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এসময় তারা বলেন,বৈষম্য মুক্ত বাংলাদেশ বির্নিমানে তরুন প্রজন্ম ভূমিকা রাখবে। এছাড়া যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন হয়েছে সেই আগামীর বাংলাদেশ হবে বৈষমীন দুর্নীতিমুক্তে এমন প্রত্যাশা আগতদের।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয়েছে আলোচনা সভা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।
বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গন মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগর। দিবসটি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমিছিল বের করবে। এছাড়া জাতীয় নাগরীক পার্টি এনসিপি পদযাত্রা বের করবে।
Comments