বরিশালে ইসলামী ছাত্রশিবিরের র্যালি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির। আজ '৩৬ জুলাই' (৫ আগস্ট) সকালে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে টাউন হলের সামনে শেষ হয়।
এ সময় বাংলাদেশ ও মজলুম ফিলিনিস্তের পতাকা বহন, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন র্যালিতে অংশগ্রহণকারীরা।
এর আগে নতুল্লাবাদে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে জুলাই আন্দোলনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত নতুল্লাবাদ চত্বরকে জুলাই চত্বর হিসেবে ঘোষনা করা হয়। পরে র্যালি শেষে সদর রোডে আবারও সমাবেশ করেন তারা।
নেতারা বলেন, আজকের দিনটি আজাদের দিন, মুক্তির দিন। গত বছর আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম। আমাদের স্বাধীনতা এসেছে শহীদদের রক্তের বিনিময়ে। এ সময় জুলাইয়ের চেতনা বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার কথা জানান তারা।
এদিকে দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী , ইসলামি আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচীর আয়োজন করেছে।
Comments