আসন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে মোংলা বন্দরে ধর্মঘটের হুমকি বিএনপির

বাগেরহাট-৪ আসন বিলুপ্তি ও মোংলা-রামপালকে পৃথককরণের সিদ্ধান্ত বাতিল না হলে মোংলা বন্দরে ধর্মঘটের হুমকি দিয়েছে বিএনপি।
শুক্রবার সকাল ১১টার দিকে মোংলা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে দলটির নেতারা এ হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিএনপির নেতারা বলেন, আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাগেরহাট থেকে একটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার প্রস্তাব জনগণের প্রতিনিধিত্ব হরণ করার শামিল। এটি একটি "পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র", যাতে মোংলাকে কেন্দ্রহীন করে ফেলা হচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন, "এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় মোংলা বন্দরে সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার কর্মসূচি দিতে বাধ্য হব।"
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শেখ সাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, শেখ রুস্তম আলী প্রমুখ।
সমাবেশে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, "তিনটি নয়, আমরা চারটি আসনই চাই। বাগেরহাটের মানুষের দাবি উপেক্ষা করলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে।"
Comments