দুলাভাই এবং তার সঙ্গীদের হামলায় শ্যালক নিহত

দাম্পত্য কলহের জেরে বরিশালে আজ রাতে দুলাভাই এবং তার সাঙ্গপাঙ্গদের হামলায় এক শ্যালক নিহত হয়েছে। একই হামলায় স্ত্রী ও অপর এক শ্যলক আহত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। হামলার সময় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্র করে আটক করেছে সাতজনকে।
বরিশাল নগরীর কাশিপুরের বিল্লবাড়ী এলাকায় এঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম লিটু সিকদার। তার লাশ হাসপাতালের হাশঘরে রাখা হয়েছে।
আহত মুন্নি বেগম ও তার ভাই সুমন সিকদারকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত লিটু চারটি মামলার আসামী।
স্থানীয় জনগন ও পুলিশ জানিয়েছে, গাজী বাড়ীর সন্তান জাকির গাজী এবং সিকদার বাড়ির কন্যা মুন্নি বেগম উভয় স্বামী স্ত্রী। দির্ঘদিন থেকে এদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
মুন্নি বলেছে তার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর তার উপর নির্যাতন চালাতো। গত ২৭ জুলাই স্বামী স্ত্রী উভয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। স্ত্রী মুন্নি ও তার দুই ভাই স্বামীর দায়েে করা মামলায় আদালত থেকে জামিন নিয়ে রাতে নিজ এলাকায় আসলে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়।
মুন্নি বলেছে, তার স্বামী জাকির সহ গাজী বাড়ীর লোকজনেরা তাদের উপর সঙ্গবদ্ধ বেপরোয়া হামলা চালিয়েছে। এতে তার বড় ভাই ঘটনাস্থলে নিহত হয় এবং তার ছোট ভাই ও সে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: রিয়াজ হোসেন এসব ঘটনার সতত্যা শিকার করে বলেছে, গোটা এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতমধ্যে সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘাতক জাকির গাজী পালিয়েছে।
Comments