আওয়ামী অনুপ্রবেশের অভিযোগ, বিএনপি প্রার্থীর আবেগঘন প্রতিক্রিয়া

মোংলায় পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের একদিন পর নির্বাচন প্রত্যাখ্যান করেছেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী এমরান হোসেন। বুধবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি ভোট প্রক্রিয়াকে 'প্রহসন' আখ্যা দিয়ে বলেন, "আপনারা পরাজিত হননি, আপনারাই বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের ব্যাপক অংশগ্রহণের কারণেই এই ফল।"
তিনি অভিযোগ করেন, ভোটার তালিকায় অনুপ্রবেশ ঘটেছে। "কিছু অতিলোভী নেতা তাদের লোভ সংবরণ করতে না পারায় আওয়ামী মনোভাবাপন্ন একটি চক্র সংগঠনের সম্মানিত আসনে বসেছে।"
তার দাবি, ভোটার তালিকা বারবার পরিবর্তনের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। এজন্য নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত কাউন্সিলে মো. জুলফিকার আলী সভাপতি এবং মো. মাহবুবুর রহমান মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হন মো. নাসির তালুকদার ও মো. গোলাম নুর জনি।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাক জানান, মোট ৬৩৯ ভোটারের মধ্যে ৬২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে জুলফিকার আলী পেয়েছেন ৫৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মানিক পেয়েছেন ২১৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান হোসেন পান ১৬৬ ভোট।
সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান অতিথি ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত।
Comments