মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে বৃষ্টি, নগরীতে জলাবদ্ধতা

মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে আজো বৃষ্টি হচ্ছে৷ সকাল থেকে বরিশালের আকাশে রোদ থাকলেও বেলা ১২ টার পর থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো চলমান রয়েছে৷ কখনো ভারি আবার কখনো থেমে বৃষ্ট হচ্ছে৷ বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাব চলমান থাকার কারনে এই বৃষ্টি৷ এই প্রভাব কতদিন থকবে তা নিশ্চিত বলা যাবেনা বলে জানান তার৷
বরিশালে হঠাৎ ভারি বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে বেলা ১০ টা পর্যন্ত রোদ থাকলেও হঠাৎ মেঘ করে বৃষ্টি শুরু হয়। বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে৷ মৌসুমি বায়ুর প্রভাব কেটে গেলে আবহাওয়ার পরিবর্তন হবে৷
এদিকে বৃষ্টির কারনে বরিশাল নগরীর বি়ভিন্ন সড়কে সৃষ্টি হয়ছে জলাবদ্ধতার। এতে করে ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। এখনও আকাশ মেঘলা রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দুপুর ১২ টা থেকে বৃষ্টি শুরু হবার কারনে কি পরিমান বৃষ্টি হয়ছে তা এখনও পরিমাপ করা হয়নি৷
Comments