বরিশালে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান করেছে সিটি করপোরেশন

বরিশালে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান করেছে সিটি করপোরেশন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর চৌমাথা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে ২ দিন আগেই উচ্ছেদ অভিযান করা হবে বলে শতর্ক করায় অধিকাংশ দোকানই অভিযানের আগে নিরাপদে সরিয়ে নেয় দোকানদাররা। তবে দোকানগুলোতে পুনরায় স্থাপনের কোন সুযোগ নেই বলে দাবি কতৃপক্ষের।
সিটি করপোরেশনের পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাস জানান, বরিশাল নগরীর সকল অবৈধ স্থাপনা ধিরে ধিরে উচ্ছেদ করা হচ্ছে। এর অংশ হিসেবে বরিশাল চৌমাথা লেকের রাস্তার পাশের অংশে স্থাপন করা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। ২ দিন আগে তাদের শতর্ক করায় অনেকেই দোকান সরিয়ে নিয়েছে।
তবে যারা সরায়নি তাদের উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রেম নগরীর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। যারা দোকান সরিয়ে নিয়েছে তারা পুনরায় স্থাপন করতে পারবে না বলেও জানান তিনি। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করায় খুশি নগরবাসী।
Comments