মোংলায় ছাত্রদলের শোক র্যালি ও স্মরণসভা

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মোংলায় শোক র্যালি ও স্মরণসভা করেছে ছাত্রদল। সোমবার দুপুরে মোংলা পৌর ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
দুপুর ১২টার দিকে শহরের পৌর মার্কেট চত্বর থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, 'জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াই। এই আন্দোলনের চেতনা যেন কেউ অপব্যবহার না করে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।'
তিনি আরও বলেন, 'যাঁরা সেই আন্দোলনে যুক্ত ছিলেন, তাঁদের কেউ কেউ এখন ভিন্ন পথে হাঁটছেন—যা দুঃখজনক। আন্দোলনের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল না করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।'
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, যুবদল নেতা এম এ কাশেম , সাবেক ছাত্রনেতা খালেদ মাহমুদ সোহাগসহ অনেকে।
সভা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
Comments