৭ দফা দাবী আদায়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

শিক্ষক সংকট দূরীকরণ সহ ৭ দফা দাবী আদায়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসন বরাবর স্মারক লিপি প্রদান করেছে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে এই করমসূচী পালন করছে শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাস থেকে সিএন্ড বি রোড, চৌমাথা, বটতলা এলাকা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে নানা ধরনের স্লোগান দেয় তারা। পরে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা। পরে তারা মিছিল রিয়ে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এসে বিক্ষোভ করে।
এসময় তার বলেন, শিক্ষক সংকট সহ ৭ দফা দাবী মেনে নিয়ে আগামী ২ দিনের মধ্যে পাট ও বস্ত্র মন্ত্রনালয় থেকে লিখিত আকারে প্রজ্ঞাপন না দিলে কিংবা ছাত্র প্রতিনিধিদের সাথে না বসলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
এসময় তারা তাদের ৭ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলোঃ শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান করা, ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত লোকবল নিয়োগ দেওয়া, ক্যাম্পাসে বরাদ্দ বাড়ানো, ৩ মাসের মধ্যে মার্কশীটসহ রেজাল্ট প্রদান করা, সেমিস্টার ও রিটেক ফি করা, শতভাগ আবাসন প্রদান কো, ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করতে হবে।
Comments