নিম্নচাপের জোয়ারে তলিয়ে গেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা

নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল। বন বিভাগের তথ্যমতে, কোথাও পানি বেড়েছে আড়াই ফুট, কোথাও বা সাড়ে তিন ফুট পর্যন্ত।
শনিবার দুপুরের জোয়ারে সুন্দরবনের পূর্ব বিভাগের করমজল, জোংড়া, মরাপশুর, হাড়বাড়ীয়া, ঘাগরামারী, লাউডোব, কটকা ও কচিখালী এলাকাগুলো পানির নিচে চলে যায়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, "অস্বাভাবিক জোয়ারে অনেক এলাকা প্লাবিত হলেও বন্যপ্রাণীর ক্ষতির শঙ্কা নেই। কারণ বনের ভিতরে ৪০টির মতো উঁচু 'টাইগার টিলা' আছে, যেগুলোতে বাঘ, হরিণসহ অন্যান্য প্রাণী আশ্রয় নেয়।"
তিনি বলেন, "জোয়ারের পানি দুই-আড়াই ঘণ্টা পর ভাটায় নেমে যায়। ফলে পানি বেশিক্ষণ স্থায়ী হয় না।"
বনবিভাগ আরও জানিয়েছে, বনের ভেতরে থাকা ৮৮টি মিষ্টি পানির পুকুরেরও কোনো ক্ষতি হয়নি। পুকুরগুলোর পাড় উঁচু হওয়ায় লবণ পানি ঢুকে পড়ার সম্ভাবনা নেই।
এদিকে, জোয়ারের প্রভাবে মোংলার পশুর নদীর তীরবর্তী কিছু নিচু এলাকাও প্লাবিত হয়েছে। ফসলি জমি, ঘরবাড়ি ও কাঁচা রাস্তা ডুবে যায়। তবে পানি দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের ক্ষতির খবর মেলেনি।
বন বিভাগ বলছে, অমাবস্যার গোনে এমন জোয়ার স্বাভাবিক হলেও এবার নিম্নচাপের কারণে পানির উচ্চতা কিছুটা বেশি ছিল।
Comments