তিন দিন ভাসমান থাকার পর ৮ জেলে উদ্ধার

মহাসমুদ্রে শ্যাফট বিকল হয়ে তিন দিন ধরে ভাসমান অবস্থায় মৃত্যুভয়ে দিন কাটানো আট জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
"এফবি মায়ের দোয়া" নামের ফিশিং বোটটি সমুদ্রে বয় নম্বর-৫ সংলগ্ন এলাকায় আটকে পড়েছিল। খাবার ও পানীয় ফুরিয়ে যাওয়ায় চরম অসহায় অবস্থায় ছিলেন জেলেরা।
গত ১৭ আগস্ট (রবিবার) দুপুরে এক জেলে মরিয়া হয়ে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করেন। অভিযোগ নয়—ছিল কেবল একটি অনুরোধ, "ভাই, আমাদের বাঁচান…"
সংবাদ পেয়ে দ্রুত ছুটে যায় কোস্ট গার্ডের টহলজাহাজ স্বাধীন বাংলা। পরে সমুদ্র থেকে জেলেদের উদ্ধার করে তাদের খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধারপ্রাপ্তরা হলেন—আব্দুর রাজ্জাক, মো. ফারুক, মো. কামাল, আলম, মো. জাকারিয়া, মো. সজীব, রাকিব এবং বোটমালিক মো. রাজ্জাক। তারা পিরোজপুর ও বরগুনা জেলার বাসিন্দা।
সোমবার সকালে কোস্ট গার্ডের তৎপরতায় নিঃস্বার্থ মানবিকতা ও বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত রেখে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয় জেলেদের।
Comments