ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শোক র্যালী

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতের ঘটনায় জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন,ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অধ্যাপক শহীদুর রহমান খান, ট্রেজারার প্রফেসর এ কে এম জাওয়াদুল হক,রেজিস্ট্রার গোলাম মাওলা, প্রক্টর মিনহাজ উদ্দিন, শাহজামাল (র:) হাসপাতালের পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রইচ উদ্দিন, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বী রুশো।
বক্তারা বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানি আমাদের হৃদয় বিদারিত করেছে। আহতদের সেবায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক এমনটি প্রত্যাশা করেন বক্তারা।
এসময় উপস্থিত সকলেই মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ ২৯ জন নিহত হন এবং প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী গুরুতরভাবে অগ্নিদগ্ধ হোন। দেশের ইতিহাসে এটি একটি বেদনাদায়ক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
Comments