'বেতন-ভাতা ফেরত দিয়ে সাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে'

এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাস্থ্য উপদেষ্টা। তবুও বেতন-ভাতা ফেরত দিয়ে সাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে।
২৩ জুলাই বুধবার দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির পথসভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে বাংলাদেশের সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই সরকার যেন অন্য কিছু চিন্তা না করে সে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন।
সারজিস আলম বলেন, শহীদদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। নতুন আরেক জুলাই এসেছে। কিন্তু কোন দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনাসহ জড়িত সকলের বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের বিচার না করে অন্য কোন কিছু চিন্তা না করার জোর দাবি জানাচ্ছি।
এদিন কর্মসূচীর শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সাথে সার্কিট হাউজে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে।
পরে ঢাকার বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সার্কিট হাউজ প্রাঙ্গণ হতে বাসস্ট্যান্ড পর্যন্ত শোক র্যালী করে নেতাকর্মীরা। সেখানে পথসভা শেষে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন এবং সবশেষ শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রা শেষে তারা চাঁদপুর হতে কুমিল্লার উদ্দ্যেশ্যে রওনা হন।
Comments