বরিশালে বিএনপির বিক্ষোভ

বিএনপির ভাররপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টায় জেলার গৌরনদী উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।পরে গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলার অডিটোরিয়াম হলে এসে শেষ হয়। পরে সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান বক্তারা।
সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, কোন রাজনৈতিক দল যদি বিএনপি ও দলের শীর্ষ নেতাদের নিয়ে কটুক্তি করে তাহলে আমরা তা রাজনৈতিক ভাবে মোকাবিলা করবো।
বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Comments