বিয়ার ফেলে পালাল পাচারকারীরা

মোংলা বন্দরের পাশে অভিযান চালিয়ে ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা বিয়ারের বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা।
কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি টহল দল মোংলা পোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে অভিযান চালায়। অভিযানের সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিয়ার ফেলে পালিয়ে যায়।
পরিত্যক্ত অবস্থায় পাওয়া এসব বিদেশি বিয়ার জব্দ করে আইনি প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comments