শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা নিয়ে তালবাহানার অভিযোগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে নওগাঁর এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১ টার দিকে নওগাঁর বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা শহরের সরকারি বসিরউদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজের (বিএমসি) সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিক্ষা ভবনের সামনে গিয়ে সমবেত হন। পরে সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবি জানান এবং ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।
এ সময় শিক্ষার্থীরা, 'দফা এক দাবি এক, আবরারের পদত্যাগ ' জ্বালোরে জ্বালো আগুন জ্বালো' শোকের নামে অত্যাচার, আবরার তুই গদি ছাড়সহ, সমস্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বলেন,সারাদেশ যখন শোকাহত সেখানে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে তালবাহানা করা হয়। পরীক্ষার জন্য প্রস্ততির সময় লাগে কিন্তু সন্ধ্যা থেকেই আমরা সিদ্ধান্ত হিনতার মধ্যে ছিলাম। আমরা ভাবছিলাম কালকে পরীক্ষা হবে কিন্তু রাত ৩ টায় জানতে পারলাম পরীক্ষা স্থগিত করা হয়েছে। যে উপদেষ্টা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা তার মতো শিক্ষা উপদেষ্টার প্রয়োজন নেই।
সরকারি বশিরউদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ কলেজের (বিএমসি) শিক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী রায়া ইসলাম বলেন, সারাদেশ গত কালকের ঘটনায় শোকাহত। পরীক্ষার জন্য আলাদা প্রস্তুতির সময় লাগে। রাষ্ট্র থেকে আজকে শোক দিবস ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের পরীক্ষা নিয়ে আমরা কোন সিদ্ধান্তই জানতে পারছিলাম না। রাত তিনটার সময় জানতে পারলাম আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা কি রাত জেগে নোটিশ দেখার অপেক্ষায় থাকবো? এই সিদ্ধান্ত সন্ধ্যা বেলাতেই জানানো যেত। আমাদের অনেক সহপাঠী সকালে পরীক্ষা দিতে এসে ঘুরে গেছে। আমরা এমন উপদেষ্টাকে চাইনা।
নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী রেজাউল বারি রাজন বলেন, আমরা জেনেছি শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবকে বলেছিল পরীক্ষা বাতিলের জন্য কিন্তু শিক্ষা সচিব নাকি তার কথা শোনেননি। যে উপদেষ্টার কথা তার মন্ত্রণালয়ের সচিব শোনে না তিনি কিভাবে উপদেষ্টা হতে পারেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ চাই।
Comments