চট্টগ্রামের চাপ কমাতে মোংলা বন্দরের ব্যবহার বাড়ানোর তাগিদ এনবিআর চেয়ারম্যানের

চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে ও জাতীয় অর্থনীতিকে গতিশীল করতে মোংলা বন্দরের ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। মঙ্গলবার সকালে মোংলা বন্দর ও কাস্টমস হাউস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "আমরা চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত চাপ লক্ষ্য করছি। মোংলা বন্দরকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারলে পণ্য খালাসে সময় ও খরচ কমবে। যানজটও হ্রাস পাবে। এতে জনগণ সরাসরি উপকৃত হবে।"
পরিদর্শনকালে তিনি মোংলা কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এনবিআর চেয়ারম্যান বলেন, "মাঠ পর্যায়ে এসে আমরা বুঝতে চাই, কোথায় কী সমস্যা আছে। মোংলার অপারেশনাল সক্ষমতা কেমন, তা যাচাই করছি।"
সফরকালে তার সঙ্গে ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেন, একান্ত সচিব আতাউল গনি ও জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।
তিনি আরও জানান, মোংলা কাস্টমস হাউসের সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে ব্যবসায়ীরা সহজে সেবা পান এবং বন্দর ব্যবহারে আগ্রহী হন।
Comments