ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহত ও আহত শিক্ষার্থীদের সঠিক হিসাব, গভীর রাতে চলমান এইচ এস সি পরীক্ষা পরিবর্তনের সিধান্তের নেয়া নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১২ টা থেকে নগরীর নথুল্লাবাদ সংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা- বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।
সড়ক অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান বাহন চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পরে দুরদুরন্তের যাত্রীরা।
এসময় মহাসড়কে রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পরেন শিক্ষার্থীরা। পরে তাদের রুহের মাগফিরাত কামনাঢ দোয়া মোনাজাত করেন।
শিক্ষার্থীরা জানান, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধস্তের ঘটনায় প্রকৃত নবহতের তথ্য দেয়া হচ্ছনা। অনেক স্বজন তাদের সন্তানদের এখনো খুজে পাচ্ছে না। আমরা নিহত ও আহতদের সঠিক হিসাব চাই। এসময় তারা গভীর রাতে পরীক্ষা পেছানোর বিষয়ে প্রতবাদ জানান।
এদিকে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দীকি জানিয়েছেন, পরীক্ষার বিষয়ে তারাও গভীর রাতে নোটিস পেয়েছেন। নোটিস পাওয়ার পর পরই সব কলেজে জানিয়ে দিয়েছেন।
Comments