সড়ক মহাসড়কে বিশেষ অভিযানে মাঠে নেমেছে জেলা প্রশাসন

সড়ক ও মহাসড়কে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কাভার্ডভ্যান প্রভৃতি মোটরযান চলাচল বন্ধে জেলা প্রশাসন ও বরিশাল বিআরটিএ 'বিশেষ অভিযান' চালিয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের প্রবেশদ্বার ইছলাদী এলাকায় গৌরনদী হাইওয়ে পুলিশের সহায়তায় দিনব্যাপী এই অভিযান চালানো হয়।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের (আর ডিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আঃ মতিন খান, বিআরটিএর উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক খালিদ মাহমুদ, মটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা।
এসময়ে ঢাকা-বরিশাল মহাসড়ক সহ বিভিন্ন রুটের যাত্রীবাহি বাস ও পণ্যবাহি ট্রাক এর ফিটনেস, ট্রাক্স টোকেন ও চালকের সনদ যাছাই করা হয়। প্রায় ৮টি মামলায় ২০১৮ এর সড়ক পরিবহন আইনে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বরিশালে sনিরাপদ সড়ক নিশ্চিত করতে বিশেষ অভিযান কে স্বাগত জানায় পরিবহনের যাত্রী সহ সাধারন মানুষ। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিআরটিএ কর্তৃপক্ষ।
Comments