পিছিয়ে পড়া ৫৭ জন শিক্ষার্থীর পাশে বরিশাল শিক্ষা বোর্ড

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ৫৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করা হয়েছে। প্রতি জনকে ৪ হাজার টাকা করে মোট ২ লাখ ২৮ হাজার টাকা প্রদান করা হয়।
সোমবার দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে চেক দেয়া হয়। এ সময় কাঙ্ক্ষিত সহায়তা পাওয়ায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সহায়তা পাওয়া শিক্ষার্থীরা জানান, সবাই আমাদের প্রতিবন্ধি বলে। কেউ পাশে দাড়াতে চায় না। তবে বরিশাল শিক্ষা বোর্ড আমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পাশে দাড়িয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যারের কাছে আমরা কৃতজ্ঞ।
এদিকে নানা কারনে সমাজে পিছিয়ে পড়া এসব শিক্ষার্থীদের পাশে দাড়াতে বিত্তবান সহ সবাইকে আহবান জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, প্রতিবছরই শিক্ষা বোর্ড থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জনপ্রতি চার হাজার টাকা করে বিতরণ করা হয়। এ বছরও করা হলো। ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাবার কথা জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের পাশে সব সময় থাকার কথা জানান তিনি।
Comments