পটুয়াখালীতে জুলাই ম্যারাথন অনুষ্ঠিত

ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং শহীদদের স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে 'জুলাই ম্যারাথন' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের সার্কিট হাউস সংলগ্ন শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথনটি চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ ম্যারাথনে শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন রাইয়ান, দ্বিতীয় কাইয়ুম মৃধা এবং তৃতীয় স্থান অধিকার খাইরুল ইসলাম। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
Comments