গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান নদীপথে কড়া নজরদারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার পর জেলা ও আশপাশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক যৌথ অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বিশেষ করে নদীপথ দিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন ও নৌবাহিনী নদীপথে কড়া নজরদারি চালাচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর থেকে ইমেইলের মাধ্যমে প্রেরিত এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি বলেন, "গোপালগঞ্জের নদীপথে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে যাতে দুষ্কৃতিকারীরা জলপথ ব্যবহার করে পালিয়ে যেতে না পারে। যৌথ বাহিনীর সদস্যরা দিনরাত টহল দিয়ে নিরাপত্তা জোরদার করছে।"
তিনি আরও বলেন, "নদীপথে চলাচলকারী সন্দেহভাজন নৌযানগুলোকে বাধ্যতামূলকভাবে তল্লাশি করা হচ্ছে, যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।"
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, "বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা যে কোনো মুহূর্তে কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার।"
মোংলা কোস্ট গার্ড ও নৌবাহিনীর এই যৌথ টহল অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে স্থানীয় কিছু নদীপথযাত্রী ও ব্যবসায়ী জানিয়েছেন, "নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল কার্যক্রমে আমাদের নিরাপত্তা বেড়েছে। সন্দেহভাজন বা অস্বাভাবিক কিছু ঘটলে দ্রুত নজর দেওয়া হচ্ছে, যা খুবই প্রশংসনীয়।"
উল্লেখ্য, গোপালগঞ্জে সম্প্রতি রাজনৈতিক সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। সেক্ষেত্রে নদীপথে কঠোর নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
Comments