অভিনব কায়দায় পিকআপে ফেনসিডিল বহন; দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ জেলার বদলগাছীতে অভিনব কায়দায় পিকআপভ্যানে লুকিয়ে ফেনসিডিল পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। তাদের কাছ থেকে ৫৮ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বদলগাছী উপজেলার পয়নারী মহাসড়ক এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মহাদেবপুর উপজেলার রহট্যা গ্রামের আক্তার হোসেন বাবুর ছেলে মোহাম্মদ হানিফ (৩১) এবং পত্নীতলা উপজেলার নাগরগোলা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আমিনুল ইসলাম (৩৫)।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞটিতে র্যাব জানায়, মহাদেবপুর এলাকা থেকে একটি নীল রঙের পিকআপযোগে ফেনসিডিল ঢাকায় পাচার করা হচ্ছিল। পিকআপে পাটের ব্যাগ ও খালি ক্যারেটের ভেতরে অভিনব কায়দায় রাখা ছিল ৫৮ বোতল ফেনসিডিল। আটক হানিফ ও আমিনুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন।
অভিযানে আরও ২৭০০ টাকা নগদ, ৫৭ কেজি চাল, ১৪টি খালি ক্যারেট, একটি পলিথিন ও ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
এ ঘটনায় জুয়েল রানা (৩৮) নামের আরও একজন অভিযুক্ত কৌশলে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তিনি পত্নীতলার বাবনাবাজ এলাকার বাসিন্দা এবং মাদকচক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় মামলা দায়ের করে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Comments