সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৫৫ জনকে পুশ-ইন

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে একরাতে ৫৫ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।মঙ্গলবার ভোর ৪টা থেকে ৭টার মধ্যে সিলেট ৪৮ ব্যাটেলিয়ন বিজিবির নোয়াকোট, কালাইরাগ ও শ্রীপুর সীমান্ত দিয়ে ৪টি আলাদা গ্রুপে মোট ৫৫ জন পুশ-ইন করে বিএসএফ।
বিজিবি জানিয়েছে, আটকরা সবাই বাংলাদেশি নাগরিক। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
আটক ৫৫ জনের মধ্যে সিলেট জেলার কালাইরাগ ও শ্রীপুর বিওপি এলাকা দিয়ে পুশ-ইন করা হয় ৩৩ জনকে এবং সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি এলাকা দিয়ে ছনবাড়ী সীমান্তে ২২ জন।
আটকদের মধ্যে পুরুষ ১২ জন, নারী ৩৩ জন ও ১০ জন শিশু রয়েছে। এদের মধ্যে যশোর জেলার ১২ জন, নড়াইলের ২৩ জন, সিলেটের ০৪ জন, সাতক্ষীরার ১০ জন, কুষ্টিয়ার ১ জন, খুলনার ১ জন, হবিগঞ্জের ১ জন, নরসিংদীর ১ জন এবং বরিশাল জেলার ২ জন রয়েছেন।
বিজিবি জানায়, প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Comments