জুলাই শহিদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা

জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই শহিদদের স্মরণে লক্ষ্মীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন মো. আবু হাসান শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, সমন্বয়ক আরমান হোসেন, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ ও দেশের প্রতি তাঁদের অঙ্গীকার স্মরণ করেন। তাঁরা বলেন, এই দিন আমাদের গণতন্ত্র ও অধিকার রক্ষার লড়াইয়ে অনুপ্রেরণা যোগায়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Comments