বরিশালে বিএনপির নেত্রীর মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রদান

সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো চিফ আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করা হয়।
গত ৩ জুলাই বিএনপির পদ স্থগিত থাকা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। আদালতের বিচারক হাবিবুর রহমান চৌধুরী মামলাটি আমলে নিয়ে আগামী ১ সেপ্টেম্বর আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধো দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রোববার নগরীর সদর রোডে বিক্ষোভ ও প্রতিবাদী মানববন্ধন করেছে বরিশালের সর্বস্তরের সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের ১১ মাস পর বিএনপির পদস্তগীত নেত্রী এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এ মামলা দায়ের করেন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত। সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রেস কাউন্সিলে অভিযোগের সুযোগ থাকলেও তা করা হয়নি। দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা বরাবরে বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে সাংবাদিকরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট বিএনপি নেতা বিলকিসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে যুগান্তরে প্রতিবেদন প্রকাশ হয়।
Comments