চাঁদপুর শহরে লেক থেকে এসএসসি পাশ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের লেক থেকে সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী আল আমিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ৭ সহপাঠীকে আটক করেছে পুলিশ।
১২ জুলাই শনিবার রাতে এই মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি বাহার মিয়া।
জানা যায়, মৃত আল আমিন হচ্ছেন রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলীর ছেলে। তারা শহরের মমিন পাড়ায় বসবাস করতেন। আল আমিন গণি আদর্শ উচ্চ বিদ্যালয় হতে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে।
পুলিশ সূত্র ও মৃতের স্বজনরা জানায়, আটককৃত সহপাঠীরা হচ্ছেন মামুন, দিদার গাজী, জাহেদ, দিদার ইসলাম,মঈন ইসলাম, শামীমসহ আরও একজন। এদের সাথেই আড্ডা দিতে বাসা হতে বের হয়েছিলো আল আমিন। পরে তাকে লেকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত এসে তাকে হাসপাতালে নেয়। তবে দায়িত্বরত চিকিৎসক আল আমিনকে অনেক আগেই মেরে ফেলা হয়েছে বলে পুলিশকে জানায়।
মৃত আল আমিনের পিতা রমজান আলী বলেন, ধারণা করছি কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার ছেলেকে মেরে লেকের পানিতে ফেলে দেয়। আল আমিন সাঁতার না জানায় সে ডুবে মারা যায়। আমি দোষীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, আল আমিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তথ্য পাচ্ছি। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছি। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন হবে আশা করছি।
Comments