হাইমচরে মেঘনা নদীতে ভাসছে অর্ধগলিত যুবকের মরদেহ

চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে ভাসছে আনুমানিক ৩০ বছর বয়সী অর্ধগলিত এক যুবকের মরদেহ।
১২ জুলাই শনিবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস।
তিনি জানান, যুবকের মরদেহটি নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক উকিলকান্দি গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় দেখা যায়। যার বয়স আনুমানিক ৩০ বছর। পরে অজ্ঞাতনামা ওই পুরুষের লাশটি উদ্ধার করে এস আই কাজল চন্দ্র মজুমদার সুরতল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মেডিকেল অফিসার ফরেনসিক বিভাগ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
তিনি আরও জানান, অজ্ঞাতনামা লাশ সনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের ঠিকানা পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Comments