বিএনপি’র দলীয় প্রভাব খাটিয়ে অনৈতিক কাজে লিপ্ত হলেই ব্যবস্থা: মানিক

কেন্দ্রীয় বিএনপি'র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি'র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন,বিএনপি'র দলীয় প্রভাব খাটিয়ে অনৈতিক কাজে লিপ্তের প্রমাণ কারো বিরুদ্ধে এলেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
১১ জুলাই শুক্রবার হাইমচরের আলগী দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা বিএনপি'র নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী নির্বাচনে জনগণের ভালোবাসা যোগাতে প্রতিটি পাড়া মহল্লায় গণসংযোগ করতে হবে। বিভিন্ন নেতাকর্মী দলীয় ক্ষমতা প্রয়োগ করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছেন তারা সাবধান হয়ে যান। দলের কারো বিরুদ্ধে ভবিষ্যতে যদি কোন অভিযোগ পাওয়া যায়। তাহলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে তাকে বহিষ্কার করাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাইমচর উপজেলা বিএনপির নব গঠিত কার্যকরী কমিটির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ সলিম উল্লাহ সেলিম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, জেলা বিএনপির সহসভাপতি মোঃ খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, উপজেলা বিএনপির নব গঠিত কমিটির সহ সভাপতি আবদুল খালেক খান, মোঃ হারুনর রশীদ ভুট্টো মুন্সি, মোঃ মিজানুর রহমান শেখ, জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনর রশীদ গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল প্রমূখ।
Comments