এক স্কুলে ৮ শিক্ষক ৯ পরীক্ষার্থী, অথচ সবাই ফেল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ আট জন শিক্ষক। অথচ সদ্য প্রাকশিত মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় নয়জনের নয়জনই ফেল।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
তিনি জানান, বরিশাল বোর্ডের আওতাধীন ১ হাজার ৫০২টি বিদ্যালয়ের মধ্যে ১৭টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে ও ১৬ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ পাস করেনি। আর পাস না করা ১৬টি বিদ্যালয়ের তালিকায় রয়েছে বাকেরগঞ্জ নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নাম।
জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলা চত্বরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের পাশেই অবস্থিত নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।বিদ্যালয়টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তবে বিদ্যালয়ে এ বছর এসএসসি পরীক্ষায় ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং পরীক্ষায় অংশ নেওয়া ৯ জনের কেউই উত্তীর্ণ হতে পারেনি। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৭০ জন শিক্ষার্থী রয়েছে এবং বিদ্যালয়টি এমপিওভুক্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, এ বিদ্যালয়ে এবার কেউ পাস করতে পারেনি। এতে আমাদের এলাকার নাম খারাপ হচ্ছে। এখানে শিক্ষকরা তো প্রতিদিন আসেন, ঠিকমতো ক্লাস নেন কিনা সেটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেখা প্রয়োজন।
তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, শিক্ষকদের উদাসীনতায় প্রতিষ্ঠানটির পড়ালেখার মান থমকে গেছে। উপজেলা চত্বরের পাশে বিদ্যালয়টি হলেও শিক্ষা কর্মকর্তাদের কোনো তদারকি নেই।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, এ বছর আমাদের স্কুল থেকে ৯ জন রেজিস্ট্রেশন করেছিল। ৯ জনই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিদ্যালয়টিতে শিক্ষার্থী পাওয়া যায় না। যে কজন শিক্ষার্থীরা এই বছর পরীক্ষা দিয়েছে এরা বাসায়ও ঠিকমতো পড়াশোনা করে নাই। যার ফলে উত্তীর্ণ হতে পারেনি।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে শুনেছি এবছর নয় জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলো তাদের মধ্যে কেউ পাস করতে পারেনি। শিক্ষকদের অবহেলা আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে।
Comments