বরিশালে বোর্ডে সেরা পিরোজপুর জেলা

এবারের এসএসসি'র ফলাফলে পাশের হাড়ে এগিয়ে বরিশাল বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলা। এ জেলার পাশের হাড় ৬৫ দশমিক ৩৮ ভাগ। অপরদিকে এ বছরও ফলাফলে সর্বোনিম্নে অবস্থান রয়েছে বরগুনা জেলা।
বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম স্থানে থাকা পিরোজপুর জেলায় ২৫৩ টি স্কুলের ১০ হাজার৩১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। যার মধ্যে পাশ করছেনে ৬ হাজার ৭৪৩ জন। পাশের মধ্যে ছেলে ২ হাজার ৬০৯ জন ও মেয়ে ৪ হাজার ১৩৪ জন। এ জেলার পাশের হাড় ৬৫ দশমিক ৩৮ ভাগ।
দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল জেলা। পাশের হাড় ৫৭ দশমিক ২০ ভাগ। এ জেলায় ৪৩১ টি বিদ্যালয়ের ২৬ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ১৫ হাজার ৪১৫ জন। পাশের মধ্যে ছেলে ৫ হাজার ৯৮০ জন ও মেয়ে ৯ হাজার ৪৩৫ জন।
অপরদিকে পটুয়াখালী জেলা এবারে তৃতীয় অবস্থানে রয়েছে। এবছরে এ জেলায় ২৭০ টি বিদ্যালয়ের ১৫ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ৮ হাজার ৭১২ জন। পাশের মধ্যে ছেলে ৩ হাজার ৬৫৮ জন ও মেয়ে ৫ হাজার ৫৪ জন। এ জেলার পাশের হাড় ৫৫ দশমিক ৭২ ভাগ।
ভোলা জেলা এবারে চতুর্থ স্থানে রয়েছে। এ জেলায় এবারে পাশের হার ৫৪ দশমিক ৭০ ভাগ । এ বছর এ জেলায় ২১৯ স্কুলের ১৪ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। মোট পাশ করেছে ৭ হাজার ৮৬২ জন। যারমধ্যে ছেলে ৩ হাজার ৬০৪ ও মেয়ে ৪ হাজার ২৫৮ জন।
অপরদিকে পঞ্চম স্থানে রয়েছে বরগুনা জেলা। এ জেলায় ১৬৫ টি বিদ্যালয়ের ৮হাজার ৭২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ৪ হাজার ৪৩৭ জন। পাশের মধ্যে ছেলে ১ হাজার ৭৩৩ জন ও মেয়ে ২ হাজার ৭০৪ জন। এ জেলার পাশের হাড় ৫০ দশমিক ৮৪ ভাগ।
এছাড়া সর্বোনিম্নে ৬ষ্ঠ স্থানে থাকা ঝালকাঠি জেলায় এবারে পাশের হার ৫১ দশমিক ৭৭ ভাগ। এ জেলায় ১৭৩ টি বিদ্যালয়ের ৬ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ৩ হাজার ৫৮৯ জন। পাশের মধ্যে ছেলে ১ হাজার ২৩৯ জন ও মেয়ে ২ হাজার ২৫০ জন।
এক পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, এ বছর পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।
বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, বরিশালে এ বছর ফলাফলে এমন অবস্থার কারন বেশির ভাগ শিক্ষার্থীরা যারা গ্রামে পড়াশোনা করেন তারা ইংরেজি ও গনিতে ফেল করেছেন। ফলে ফলাফলের এমন অবস্থা। আমরা প্রতিটি জেলায় জেলায় শিক্ষকদের নিয়ে সমাবেশ শুরু করেছি। আশা করি দ্রুত এ অবস্থা কাটিয়ে ওঠা যাবে। এছাড়া এ ফলাফলের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রকৃত মান উঠে এসেছে বলে দাবি করেন তিনি।
Comments