দখল দূষণ যানজট ও বিশৃঙ্খলায় নাকাল বাকিলাবাসী

নেই নির্বাচন। তাতে করে একটি ঐতিহ্যবাহী বাজার হওয়া সত্ত্বেও বাকিলা বাজারের ব্যবসায়ীরা থাকেন অভিভাবক সংকটসহ নানা ঝুঁকিতে। বাজারের উন্নয়ন ও সমস্যা সমাধানে তাই দ্রুত নির্বাচনের দাবী ব্যবসায়ীদের। যদিও অচীরেই বাকিলা বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৬ জুলাই রবিবার দুপুরে বাকিলা বাজারে গেলে এসব অব্যবস্থাপনার কথা জানান ভুক্তভোগীরা।
সরজমিনে দেখা যায়, চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারটিতে রাস্তার ওপরে যত্রতত্র পার্কিং ও যানজটময় দুরবস্থা। সপ্তাহে দুদিন হাট বসা এই বাজারটিতে শত শত দোকানপাট, ব্যাংক, বীমাসহ নানা প্রতিষ্ঠান থাকলেও শৃঙ্খলা রক্ষায় নেই কোন বাজার ব্যবস্থাপনা কমিটি। এতে করে বাজারটিতে যে যেভাবে পারছে ময়লা আবর্জনা ফেলাসহ নিজের স্বেচ্ছাচারিতা প্রকাশ করছে।
স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে বাকিলা বাজারের নিয়ন্ত্রণে নেই কোন সিসি ক্যামেরা। এতে করে বাজারে বেড়েছে বৈদ্যুতিক মিটারসহ দোকানপাটে চুরি, ছিনতাইসহ নানান অপরাধ। তাছাড়া রাস্তার ওপরে হাটবাজার, অবৈধ দখলে দোকানপাট নির্মাণ, পাবলিক টয়লেট না থাকা, অবৈধ অটো সিএনজি স্ট্যান্ড, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও পানি নিষ্কাশনে বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে হচ্ছে দুর্গন্ধ সৃষ্টি। এতে করে বাজারে আগত পথচারী ও ব্যবসায়ীদের দুর্ভোগের যেনো শেষ নেই।
এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বাজারের উন্নয়নে দ্রুত নির্বাচন দেয়ার উদ্যোগ নেয়া হবে।একই সাথে বাজারে কিভাবে শৃঙ্খলা রাখা যায় সে পরিকল্পনাও করা হবে।
এদিকে চাঁদপুর ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট আব্দুর জব্বার মোল্লা বলেন, যানজট ও শৃঙ্খলা ফেরাতে বাকিলায় ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হবে। তবে জনবল সংকটে সে ব্যবস্থা করতে কিছুটা সময় বিলম্ব হচ্ছে।
Comments